Apan Desh | আপন দেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ছবি : আপন দেশ

রাজধানীর উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুর রহমান রাব্বি (৩২) ও কারিমা আক্তার মিম (৩০)।

তারা পাঁচ বছর আগে বিয়ে করেছিলেন। তাদের কোনো সন্তান নেই। দুজনই আপাতত বেকার বলে জানান স্বজনরা।
 
নিহতদের বন্ধু তানজিলা জানান, তাদের বাসা গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায়। রাব্বির গ্রামের বাড়ি টাঙ্গাইলে। সোমবার তানজিলার স্বামী মুনতাসির মাহমুদের জন্মদিন ছিল। এ উপলক্ষে কলেজ গেটেই তানজিলাদের বাসায় বেড়াতে গিয়েছিলেন রাব্বি-মিম। সেখানে জন্মদিন পালন করার পর মুনতাসিরের কাছে রাতে বাইরে খাবার খাওয়ার আবদার করেন রাব্বি। সে আবদারে তারা দুই দম্পতি আলাদা দুটি মোটরসাইকেলে টঙ্গী থেকে ঢাকায় ঢুকছিলেন। মিরপুর-২ অথবা ৩০০ ফিট এলাকায় কোনো রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার উদ্দেশ্য ছিল তাদের।
 
তানজিলা জানান, রাব্বির মোটরসাইকেলটি ছিল পেছনে। উত্তরা থেকে কিছুদূর আগানোর পর রাব্বির অবস্থান জানতে তিনি কল করলে এক পুলিশ কর্মকর্তা ফোন রিসিভ করেন এবং জানান উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশে দুর্ঘটনায় আহত হয়ে পড়ে আছেন তারা। সঙ্গে সঙ্গে তারা সেখানে গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত পৌনে ৩টার দিকে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে মারা যান রাব্বি।
 
উত্তরা পূর্ব থানার এসআই জসিম উদ্দিন দেওয়ান জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তায় তাদের দুজনকেই পড়ে থাকতে দেখা যায়। পাশেই তাদের মোটরসাইকেলটি পড়েছিল। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রাও কেউই দুর্ঘটনা ঘটতে দেখেননি। রাতেই তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। মরদেহ দুটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়