Apan Desh | আপন দেশ

আ. লীগের কারা নির্বাচনে অংশ নিতে পারবেন, জানালেন ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:১১, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আ. লীগের কারা নির্বাচনে অংশ নিতে পারবেন, জানালেন ক্রীড়া উপদেষ্টা

ফাইল ছবি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন,আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অন্যায় ও অপরাধের সঙ্গে জড়িত না, তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। কোনো বাধা নেই।

তবে গণহত্যার সঙ্গে জড়িত এবং গণহত্যার মামলার আসামিরা কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষদিনে বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

ক্রীড়া উপদেষ্টা আরও  বলেন, ডিসি-বিভাগীয় কমিশনাররা স্থানীয় সরকারের বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এর ফলে দায়িত্ব পারনে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। তারা স্থানীয় নির্বাচন চান।

আরও পড়ুন<<>>ডিসিরাও স্থানীয় সরকার নির্বাচন আগে চান: উপদেষ্টা আসিফ 

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হোক এটা চাই। এ নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠকেও আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার বিষয়টা দেখছে। কারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নির্বাচন সুষ্ঠু করতেও স্থানীয় নির্বাচন হওয়া জরুরি।

এদিকে, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতারা প্রকাশ্যে বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপির দাবি, আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় সরকার নির্বাচন। তবে জামায়াতে ইসলামী ও জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের দাবি, আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় নির্বাচন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়