Apan Desh | আপন দেশ

‘অতীত থেকে শিক্ষা না নিলে পরিণতি হবে ছাত্রলীগের মতো’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:২২, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

‘অতীত থেকে শিক্ষা না নিলে পরিণতি হবে ছাত্রলীগের মতো’

ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সারজিস আলম তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। 

সেখানে তিনি বলেন:  KUET এ আজকে যা হয়েছে তার ফলাফল কখনোই ভালো হবে না। ছাত্রলীগের বৈশিষ্ট্য আর শেষ পরিনতি থেকে শিক্ষা নিতে না পারলে দিনশেষে অবস্থা ছাত্রলীগের মতোই হবে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল হান্নান মাসউদও এ ঘটনায় ফেসবুকে একটি পোস্ট দেন। যেখানে তিনি কুয়েটে ছাত্রদলের নৃশংস হামলার তীব্র সমালোচনা করেন। তিনি তার পোস্টে লেখেন, কুয়েটে ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো।

আরও পড়ুন>>>কুয়েটে ছাত্রদল ‘সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ’ স্টাইলে হামলা চালিয়েছে: হান্নান মাসউদ

আরও পড়ুন>>>কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৫

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করছিলেন। তাদের সঙ্গে ছাত্রদলের উত্তেজনা তৈরি হয়। পরে সেটি ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়