Apan Desh | আপন দেশ

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২১:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

ছবি: আপন দেশ

চলতি বছরের হজ ফ্লাইট আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সুষ্ঠু হজ ব্যবস্থাপনাবিষয়ক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ হজযাত্রী সৌদি আরব যাবেন। তাদের পরিবহন ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৪৩ হাজার ৫৫০ জন। সৌদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাস বাকি ৪৩ হাজার ৫৫০ জন হজযাত্রী বহন করবে।

এ বছর হজযাত্রীদের জন্য উড়োজাহাজ ভাড়া জনপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা।

সভায় ফ্লাইট শিডিউল, বিদেশে রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশিদের হজ ফ্লাইট, প্রতিটি ফ্লাইট-পরবর্তী যাত্রী সংখ্যা ও অন্য তথ্য পোর্টালে আপলোডকরণ, হজযাত্রীদের লাগেজ ব্যবস্থাপনা পর্যালোচনা ও হজযাত্রীদের পরিবহন সেবা নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়