Apan Desh | আপন দেশ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পদোন্নতি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০৯:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পদোন্নতি 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকে পদোন্নতি দেয়া হয়েছে। তাকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, শফিকুল আলমকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে তার কর্মকালীন সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তার তিন দিন পর শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।  ১৩ অগাস্ট প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান বার্তাসংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম।

তখন প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টার মেয়াদকালে অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ দায়িত্ব পালন করবেন এ সাংবাদিক। সেজন্য সরকারের সচিবের পদমর্যাদা সুযোগ-সুবিধা পাবেন তিনি।

বাংলাদেশ অবজারভারে ক্রীড়া সাংবাদিক হিসেবে শফিকুলের সাংবাদিকতা জীবনের শুরু। সাড়ে সাত বছর ক্রীড়া সাংবাদিকতার পর বাণিজ্য বিষয়ে সাংবাদিকতা শুরু করেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে।

আড়াই বছর সেখানে কাজ করে ২০০৫ সালে এএফপিতে যোগ দেন। এএফপিতে প্রথম সাত বছর করেসপন্ডেন্ট হিসেবে এবং পরে ঢাকার ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন শফিকুল।

মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটর ডেম কলেজ থেকে এইচএসসি করা শফিকুলের উচ্চশিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়