Apan Desh | আপন দেশ

২১ ফেব্রুয়ারি জঙ্গি হামলার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩২, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৪:১৩, ২০ ফেব্রুয়ারি ২০২৫

২১ ফেব্রুয়ারি জঙ্গি হামলার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ফুল দেয়াকে ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী। এমনকি জঙ্গি হামলারও কোনো আশঙ্কা নেই বলে জানান তিনি। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহিদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরির্দশন শেষে এসব কথা জানান ডিএমপি কমিশনার।

সাজ্জাত আলী বলেন, শহীদ মিনার ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য পলাশী প্রান্ত থেকে প্রবেশের জন্য গেট উন্মুক্ত করে দেয়া হবে। মোবাইল, মানিব্যাগ ও সঙ্গে থাকা জিনিসপত্র প্রত্যেকের নিজ দায়িত্বে রাখার অনুরোধ করেন তিনি। 

ডিএমপি কমিশনার আরও জানান, এদিন দুপুর ২টা পর্যন্ত পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগের অংশগ্রহণও থাকবে। বিচ্ছিন্ন দু একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ছাড়া রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আজ সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ সীমিত করা হবে। রাত ১২ টা ০১ মিনিট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দেয়া শুরু হবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়