Apan Desh | আপন দেশ

মেট্রোরেল চালু থাকবে, কর্মবিরতি ৩০ দিন স্থগিত

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২১:৩০, ২০ ফেব্রুয়ারি ২০২৫

মেট্রোরেল চালু থাকবে, কর্মবিরতি ৩০ দিন স্থগিত

ফাইল ছবি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সরাসরি উন্মুক্ত নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা তাদের কর্মসূচি স্থগিত করেছেন। ফলে শুক্রবার (২১ ফেব্রুয়ারি)  চলবে মেট্রোরেল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে একাধিক স্থায়ী কর্মী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তারা বলেন, আমাদের বর্তমান এমডি এবং সাবেক এমডি আজকে মন্ত্রণালয়ে গিয়ে সিনিয়র সচিব ও উপদেষ্টা স্যারের সঙ্গে দেখা করেছেন। এরপর তারা আমাদের সঙ্গে বসেছেন। তারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন। তাদের ৩০ দিন সময় দেয়া হয়েছে।

তারা আরও বলেন, আগামী রোববার থেকে ৩০ দিন গণনা করা হবে। নতুন এমডি স্যার আমাদের আশ্বস্ত করেছেন। আগামী ৩০ দিনের মধ্যে তারা সার্ভিস রুল চূড়ান্ত করবেন। এছাড়া আগামীকাল যেহেতু আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসকে শ্রদ্ধা করে ও নতুন এমডি স্যারের আশ্বাসে তাকে সম্মান করে আমরা ৩০ দিনের জন্য আমাদের কর্মসূচি স্থগিত করেছি। এর মধ্যে সার্ভিস রুলস চূড়ান্ত না করলে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়