Apan Desh | আপন দেশ

কিশোর গ্যাংয়ের তাণ্ডবে আতঙ্কিত নগরবাসী

মারুফ বিল্লাহ

প্রকাশিত: ২২:০৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:৩২, ২০ ফেব্রুয়ারি ২০২৫

কিশোর গ্যাংয়ের তাণ্ডবে আতঙ্কিত নগরবাসী

ফাইল ছবি

দেশজুড়ে ফের কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে। খুন, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ, ইভ টিজিংসহ নানা অপরাধে জড়াচ্ছে তারা। অস্ত্র হাতে প্রকাশ্যে বাস ডাকাতি, চলন্ত গাড়িতে ছিনতাই করছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় গ্যাং সদস্যদের বেপরোয়া কর্মকাণ্ডে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।

নগরীর অলিগলিতে গ্যাং সদস্যদের প্রকাশ্যে অস্ত্রের মহড়া বাড়ছে। তারা দলবদ্ধ হয়ে চলাফেরা করছে। আধিপত্য বিস্তারে প্রতিপক্ষকে হামলা করছে। এতে সাধারণ পথচারীরাও হচ্ছে আক্রান্ত। অধিকাংশ কিশোর গ্যাং সুবিধাবঞ্চিত পরিবারের সন্তান। তারা সহজে অর্থ উপার্জনের লোভে অপরাধে জড়ায়। 

রাতে নির্জন রাস্তায় ছিনতাই করছে কিশোর গ্যাং। ধারালো অস্ত্র ঠেকিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নিচ্ছে। প্রতিরোধ করতে গেলে হামলা করছে। গত ছয় মাসে আইনশৃঙ্খলা বাহিনী বহু কিশোর অপরাধীকে গ্রেফতার করেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। অপরাধীরা জামিনে বের হয়ে আবার একই কাজে জড়াচ্ছে।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, রাজধানীতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের ৪০ শতাংশই কিশোর। দেশে বর্তমানে দুইশ’র বেশি কিশোর গ্যাং রয়েছে। সদস্য রয়েছে ৫ হাজারেরও বেশি। 

রাজধানীর উত্তরায় সম্প্রতি এক নারী ও এক পুরুষের ওপর প্রকাশ্যে ধারালো অস্ত্র (রামদা) দিয়ে হামলা চালায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য। স্থানীয়রা হামলাকারীদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। দিনে-রাতে ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই ও খুনের মতো ঘটনা বাড়ছে। এমনকি কিছু ঘটনায় প্রাণহানিও ঘটছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগে বিকাশ থেকে টাকা তুলে আবু রায়হান ইভান (২২) নামে এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তিনি। ছিনতাইকারীরা তার কাছ থেকে ৪৫ হাজার টাকা ও একটি দামি নোকিয়া মোবাইল নিয়ে যায়। 

এ দিন রাজধানীর যাত্রাবাড়ী ও বায়তুল মোকাররম মসজিদে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তিনজন। প্রতারক চক্র তার কাছ থেকে ওই দুই লাখ টাকা নিয়ে গেছে। এদিকে বায়তুল মোকাররম থেকে শাহেদ ও হানিফ নামাজ পড়তে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তারা খেজুর খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়েন। তার কাছে থাকা মোবাইল ফোনসহ টাকা নিয়ে গেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পাবনার সাঁথিয়া উপজেলায় এক যুবকের দুই হাতের কবজি কেটে দেয় দুর্বৃত্তরা। অন্যদিকে সোমবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকা-রাজশাহী রুটের একটি বাস ডাকাতির কবলে পড়ে। প্রায় সাড়ে তিন ঘণ্টা বাসটি ডাকাতদের নিয়ন্ত্রণে ছিল। এ সময় ডাকাতরা নারী যাত্রীদের শ্লীলতাহানি ও ধর্ষণ করে। এক যাত্রীর কাছ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাঁচ-ছয়জনকে ছুরিকাঘাত করা হয়। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে সেপ্টেম্বর ও অক্টোবরে (অক্টোবরের ২৩ তারিখ পর্যন্ত) রাজধানীতে ১৯২ জন খুন হয়েছেন। শুধু মোহাম্মদপুরেই ২১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

অক্টোবর মাস প্রথম ২৩ দিনে রাজধানীতে ২৬টি ছিনতাই ও ৪টি ডাকাতির মামলা হয়েছে। এর আগের মাসে ১৫টি ছিনতাই ও ৫টি ডাকাতির মামলা রেকর্ড করা হয়। গত বছর সেপ্টেম্বরে ছিনতাইয়ের ঘটনায় ২৯টি মামলা হয়েছিল। তবে ডাকাতির কোনো মামলা হয়নি। অক্টোবরে ছিনতাইয়ের মামলা ছিল ২৮টি, ডাকাতির মামলা ৩টি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক, সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক জানিয়েছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপরাধ প্রবণতায়ও ভিন্নতা দেখা যায়। যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, তখন এক ধরনের অপরাধ পরিস্থিতি থাকে। অরাজনৈতিক সরকার এলে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও ভিন্নতা দেখা যায়। তবে বর্তমান পরিস্থিতিতে ছিনতাই, কিশোর গ্যাং, সহিংসতা, সংঘাত, খুন, অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো অপরাধ কমে আসার কথা ছিল। কিন্তু বাস্তবতা উল্টো।

একটি রাজনৈতিক সরকারের পতনের পর নতুন যে অরাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে, তাদের মাধ্যমে এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য আরও কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়