Apan Desh | আপন দেশ

বাংলাদেশে ইলন মাস্ককে আমন্ত্রণ, স্টারলিংক চালুর প্রস্তাব

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৩২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৩২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশে ইলন মাস্ককে আমন্ত্রণ, স্টারলিংক চালুর প্রস্তাব

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষস্থানীয় মার্কিন ব্যবসায়ী ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একইসঙ্গে বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর প্রস্তাবও দিয়েছেন তিনি।

গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে পাঠানো এক চিঠিতে এ আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। তিনি চিঠিতে উল্লেখ করেন, বাংলাদেশ সফরের মাধ্যমে ইলন মাস্ক তরুণদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন, যারা অত্যাধুনিক প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হবে।

প্রধান উপদেষ্টা তার চিঠিতে লেখেন, একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য চলুন একসঙ্গে কাজ করি। তিনি আরও বলেন, বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে স্টারলিংকের সংযোগ একীভূত করা হলে তা বিপ্লব ঘটাবে, বিশেষ করে দেশের উদ্যমী তরুণ সমাজ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারীসহ প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর জন্য।

প্রধান উপদেষ্টা তার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানকে মাস্কের স্পেসএক্স দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে বলেছেন, যাতে বাংলাদেশে স্টারলিংক চালুর জন্য প্রয়োজনীয় সব কাজ আগামী ৯০ কার্যদিবসের মধ্যে শেষ করা যায়।

এর আগে ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে টেলিফোনে দীর্ঘ আলোচনা হয়। এতে তারা ভবিষ্যৎ সহযোগিতা ও বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়