Apan Desh | আপন দেশ

পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নতুন কমিটি: সভাপতি বিথী, সচিব রাশিম

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নতুন কমিটি: সভাপতি বিথী, সচিব রাশিম

তাহমিনা জেসমিন বিথী ও মো. রাশিম মোল্লা।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রধান কার্যালয়ে এক বিশেষ বোর্ড সভায় ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক মো. সাদ্দাম হোসেন।  

এতে তাহমিনা জেসমিন বিথী সভাপতি ও মো. রাশিম মোল্লা সচিব হিসেবে নির্বাচিত হন। রাশিম মোল্লা দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক তৌকির হোসাইন, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী সাদেক মিয়া ও বোর্ড পরিচালকরা।

নতুন কমিটির সহ-সভাপতি পদে জয়পাড়া কলেজের শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও কোষাধ্যক্ষ পদে আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এসময় উপস্থিত ছিলেন বোর্ডের সদস্যরা— মো. শহীদুল ইসলাম, বেলা নাজনীন, মো. সহিদুল ইসলাম, মো. শামসুল আলম খান, মো. তোফাজ্জল হোসেন, মো. বজলুর রহমান ও মমতাজ সুলতানা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়