Apan Desh | আপন দেশ

সন্ধ্যা থেকেই যৌথবাহিনী কম্বাইন্ড টহলে নামছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৪৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

সন্ধ্যা থেকেই যৌথবাহিনী কম্বাইন্ড টহলে নামছে

ছবি: আপন দেশ

রাজধানীসহ সারা দেশে আজ (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে কম্বাইন্ড টহলে নামছে যৌথবাহিনী।  এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে রিফিংয়ে তিনি এ কথা বলেন।

দেশব্যাপী আইনশৃঙ্খলরা পরিস্থিতির অবনতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বলব, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি (সন্তোষজনক)। তবে এটার উন্নতি করার অবকাশ রয়ে গেছে। আগে কী হতো, যেমন বনশ্রী ঘটনাটি জানতে জানতে দুদিন সময় লেগে যেত, এখন সঙ্গে সঙ্গে ঘটনা জেনে যায়। ছোটখাটো ঘটনা সবসময় আগেও ঘটেছে, দুই-একদিন আগেও ঘটেছে। তবে ভবিষ্যতে যেন আর না ঘটে এজন্য কী কী ব্যবস্থা নেয়া যায় এ ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা চাই না এ ধরনের একটি ঘটনাও ঘটুক।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কী নির্দেশনা দিয়েছেন- প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকে সন্ধ্যায় আপনারা দেখবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকটিভিটিস অনেক বেড়ে গেছে।

মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, মানুষকে কীভাবে আশ্বস্ত করতে চান- এ বিষয়ে তিনি বলেন, উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্যই তো আজকে আইনশৃঙ্খলা কমিটির মিটিং করলাম। তাদের একটি দিকনির্দেশনা দিয়েছি, তারা যেন সন্ধ্যার পর থেকেই কাজ শুরু করে। আপনারা এটি সন্ধ্যার পর থেকেই টের পাবেন।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমে বলেন, আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেখানে অনোকগুলো সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথম সিদ্ধান্তটা হচ্ছে যে পুরো ঢাকা শহরসহ যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। সেসব জায়গায় আমরা পেট্রোল বাড়াব। এ পেট্রোলিংটা  আজকে সন্ধ্যা থেকে পুরো ঢাকা শহরে দেখতে পারবেন। এর জন্য যেটা করা হচ্ছে কম্বাইন্ড (সমন্বিত) পেট্রোল করা হবে। কম্বাইন্ড হচ্ছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নেভি এরা সবাই কম্বাইন্ড পেট্রোল করবে। অনেকগুলো জায়গায় চেকপোস্ট বসানো হবে।

বিভিন্ন স্থানে চেকপোস্ট বসার কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন জায়গায় চেকপোস্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করা হবে। একইসঙ্গে ইন্টেলিজেন্স গেদারিং আরও স্টেপআপ করা, সেটার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমাদের যারা ইন্টেলিজেন্স উইং, এজেন্সি আছে তারা তাদের মতো করে গেদারিং বাড়াবে। আমরা সে অনুযায়ী অ্যাকশনে যাব। 

যেখানেই আইনের অবনতি সেখানেই টহল বাড়ানো হবে বলে জানান প্রেস সচিব। বলেন, আজকের মিটিংয়ে অনেকগুলো সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথম সিদ্ধান্ত হচ্ছে, পুরো ঢাকা শহরসহ যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, সেসব জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। যা আজ সন্ধ্যা থেকে সারা ঢাকা শহর দেখতে পারবেন।

হঠাৎ করে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে প্রশ্ন করা হলে শফিকুল আলম বলেন, আমরা বলছি তো আমরা ইন্টেলিজেন্ট গেদার করছি। আজকে তাদের প্রতিনিধিও ছিল, তারা আরও ডিটেলে রিপোর্ট দেবেন। আমরা গুরুত্ব সহকারে এগুলো মনিটরিং করছি। আশা করছি, আপনারা দৃশ্যমান উন্নতি খুব দ্রুত দেখতে পাবেন।

কক্সবাজার ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা কক্সবাজারে এসপি ও সিকিউরিটি এজেন্সি আছে, তাদের কাছ থেকে প্রতিবেদন চাইছি, তারা আমাদের দিলে আপনারা জানতে পারবেন।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়