
ফাইল ছবি
একটা নির্বাচিত সরকার না পাওয়া পর্যন্ত ধৈর্যের সঙ্গে চলমান পরিস্থিতি মোকাবেলার আহবান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতেও সদস্যদের প্রতি তার আহবান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চলমান পরিস্থিতি মোকাবেলার দিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, ধৈর্যের সঙ্গে চলমান পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দেশ ও জাতির জন্য কাজ করার আহবান জানান জেনারেল ওয়াকার-উজ-জামান। বলেন, বাংলাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এ কাজ আমাদের করে যেতে হবে।
আরও পড়ুন<<>> সন্ধ্যা থেকেই যৌথবাহিনী কম্বাইন্ড টহলে নামছে
সেনানিবাসে ফেরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এ কাজ শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো। কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। ধৈর্য রাখতে হবে। পেশাদারিত্বের মাধ্যমে কাজটি শেষ করতে হবে। দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে।
নির্বাচিত সরকার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, যতোদিন না একটা নির্বাচিত সরকার পাই, ততদিন শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যেতে হবে। দায়িত্ব পালনের সময় উচ্ছৃঙ্খল কাজ করা যাবে না। এটা নজর রাখতে হবে।
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।