Apan Desh | আপন দেশ

জয়শঙ্করের পাল্টা জবাব দিলেন তৌহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৩৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

জয়শঙ্করের পাল্টা জবাব দিলেন তৌহিদ হোসেন

ফাইল ছবি

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন  বলেন, জয়শঙ্কর বলেছেন, কেমন সম্পর্ক চায় বাংলাদেশ, সেটা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে, ভারতের সঙ্গে আমরা কেমন সম্পর্ক চায়। একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। এটা দুপক্ষেরই বিষয়, এটা বলাতে দোষের কিছু নেই।

বাংলাদেশ নিয়ে জয়শঙ্করের বক্তব্য নিয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য উৎসবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ বিষয়ে বিভিন্ন কথা বলেন। সেখানে বাংলাদেশ নিয়ে জয়শঙ্কর বলেন, বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। দুই প্রতিবেশী দেশ খুবই বিশেষ ইতিহাস ধারণ করে, যার শিকড় ১৯৭১ সাল।

তৌহিদ হোসেন বলেন, ভারতের সংখ্যালঘু যেমন বাংলাদেশের ইস্যু না, ঠিক তেমন বাংলাদেশের সংখ্যালঘু ভারতের ইস্যু না। এসব ইস্যুতে ভারতীয় মিডিয়া প্রপাগান্ডামূলক সংবাদ ছড়াচ্ছে। এগুলো পুরোই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। শেখ হাসিনা ভারতে আরাম আয়েশে বসে যে বক্তব্য দিচ্ছে তাতে দুদেশের সম্পর্ক খারাপ হচ্ছে।

আরও পড়ুন<<>> কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা

তিনি আরও বলেন, তাদের কেন্দ্রীয় মন্ত্রীরা অহরহ বাংলাদেশের বিপক্ষে বক্তব্য দেয়। এতো কিছুর পরেও তাদের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছি। ভিসা তাদের অধিকার। এতে কিছু বলার নাই। আমরা বিকল্প খুঁজে নেবো।

সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশী অংশ নেয়ার খবর পাওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যারা যাচ্ছে, আদম পাচারকারীদের ফাঁদে পড়ে যাচ্ছে। তাদের ফিরিয়ে আনা কঠিন কাজ। এ ব্যাপারে সরকার কতটুকু করতে পারবে তাতে সন্দিহান বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের ২৯ মিলিয়ন ডলার বাংলাদেশে অর্থায়নের বিষয়ে তিনি বলেন, এ সম্পর্কে কোনো তথ্য নেই। আমরা এ বিষয়ে কিছু জানি না। এগুলো এনজিও ব্যুরোর অনুমোদন ছাড়া হয় না।

পররাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে এ মন্ত্রণালয় ভালো কিছু করতে পারছে না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, নিশ্চয়ই আমি পারছি না, সেজন্যই এমন প্রশ্ন আসছে। যদি কাউকে পাওয়া যায় যে ভালো পারবে, আমি আনন্দের সঙ্গে তাকে এখানে স্বাগত জানিয়ে চলে যাব।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়