Apan Desh | আপন দেশ

অভিযানে গাফিলতি পেলে কোনো বাহিনীর ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১০:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

অভিযানে গাফিলতি পেলে কোনো বাহিনীর ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

চুরি, ডাকাতি, ছিনতাই রোধে চলমান অভিযানে গাফিলতি পেলে কোনো বাহিনীকে ছাড় দেয়া হবে না। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানার শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অভিযানের সফলতা বা ব্যর্থতা সাংবাদিকরাই মূল্যায়ন করবেন। তবে যদি কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পাওয়া যায়, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না, সে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার বা কারা অধিদফতরের সদস্য যেই হোক না কেন। সঠিকভাবে কাজ না করলে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন>>>সংসদ নির্বাচন নিয়ে নতুন বার্তা দিলেন প্রেস সচিব

অভিযানের সর্বশেষ আপডেট জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা সত্য সংবাদ প্রকাশ করুন, আমরা ব্যবস্থা নেব। ইতিমধ্যে দুই এসপির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর ব্যবস্থা নেয়া হয়েছে। সত্য সংবাদের ভিত্তিতে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

সাম্প্রতিক অপরাধ বৃদ্ধি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অভিযান পরিচালনায় কোনো প্রভাবশালী বা বাহিনীর সদস্যের গাফিলতি সহ্য করা হবে না বলে তিনি জানান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়