Apan Desh | আপন দেশ

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান

আহতরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটের সামনে বসে আছেন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতদের একাংশ। তাদের দাবি, আহত অধিকাংশেরই কোনো খোঁজ নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। এছাড়া দেয়া হচ্ছে না যথযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তারা মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন। এসময় তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

সরজমিনে দেখা গেছে, আহতরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশের গেটের সামনের সড়কে বসে আছেন। পুলিশ ও কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনসহ বিভিন্ন সংস্থার সদস্যরা তাদের ঘিরে দাঁড়িয়ে আছেন।

আরওপড়ুন<<>>‘যেভাবে দেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল’

এ সময় আহতরা বলেন, আন্দোলনের প্রায় সাত মাস পার হলেও আহতদের তালিকা প্রকাশ করতে পারেনি এ সরকার। সকল আহতদের শুধু দুটি ক্যাটাগরিতে ভাগ করার দাবিও জানান আহতরা।

সরকারের অদূরদর্শীতার কারণে আহতদের অনেকেই মরণব্যাধীতে আক্রান্ত হচ্ছে বলেও জানান শিক্ষার্থীরা। দ্রুত পদক্ষেপ না নিলে সারাদেশের আহতরা এক হয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচি দেবার ঘোষণাও দেয়া হয়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়