Apan Desh | আপন দেশ

সমন্বয়কদের নেতৃত্বে নতুন সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৫৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

সমন্বয়কদের নেতৃত্বে নতুন সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্রসংগঠন। নতুন এ সংগটনের নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। আর সংগঠনটির কেন্দ্রীয় আহবায়ক হচ্ছেন আবু বাকের মজুমদার।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নাম আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশিত হলো। 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় আবু বাকের মজুমদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তিরও ঢাবি শাখার সদস্যসচিব ছিলেন তিনি।

এছাড়া এ সংগঠনের সদস্য সচিব করা হতে পারে সাবেক সমন্বয়ক জাহিদ আহসানকে। তিনি বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দফতর সেলের সম্পাদকের দায়িত্ব পালন করেন। জাহিদ আহসান ঢাবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একসময় তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক ছিলেন।

আরওপড়ুন<<>>ছাত্রদের নতুন দল থেকে সরে দাঁড়ালেন জোনায়েদ-রিফাত

গণতান্ত্রিক ছাত্রশক্তির ও ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতারা গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতৃত্বে থাকছেন। তাদের পাশাপাশি ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগী এবং আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরাও এ সংগঠনে যুক্ত হচ্ছেন। ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিল, এমন শিক্ষার্থীদেরও কেউ কেউ নতুন সংগঠনে থাকছেন।

এদিকে, আগামীকাল (২৭ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এর একদিন আগেই আত্মপ্রকাশ করলো ছাত্রদের ছাত্র সংগঠন।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়