
ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যানজট নিরসনে রাজধানীর রামপুরার আবুল হোটেল ক্রসিং, মদিনা হোটেল ক্রসিং, খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং ও মালিবাগ রেলগেট ক্রসিংয়ে একমুখী যান চলাচলের নির্দেশ দিয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) জারি করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ এলাকাগুলোতে সকাল ও বিকেলের পিক আওয়ারে তীব্র যানজট সৃষ্টি হয়। যা জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত নির্দিষ্ট রাস্তায় যানবাহনের একমুখী চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আবুল হোটেল ক্রসিং থেকে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত রাস্তায় যানবাহনসমূহ আবুল হোটেল ক্রসিং হতে উভয় লেনে যানবাহন প্রবেশ করে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত শুধু পূর্বদিকে যাবে।
এ সিদ্ধান্তের প্রেক্ষিতে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, খিলগাঁও ফ্লাইওভার থেকে যানবাহনগুলো খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং হতে রাইট টার্ন করার পরিবর্তে সোজা পশ্চিমে গিয়ে মালিবাগ রেলগেট ক্রসিং হতে রাইট টার্ন করে রামপুরা ব্রিজের দিকে যাবে।
আবার খিলগাঁও ও তালতলা থেকে আবুল হোটেলগামী যানবাহনগুলো মদিনা হোটেল ক্রসিং থেকে রাইট টার্ন করার পরিবর্তে সোজা দক্ষিণে গিয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিংয়ে এসে রাইট টার্ন করে মালিবাগ রেলগেইট হয়ে রামপুরা ব্রিজের দিকে/মৌচাকের দিকে যাতায়াত করবে।
এমতাবস্থায় আবুল হোটেল ক্রসিং, মদিনা হোটেল ক্রসিং, খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এবং মালিবাগ রেলগেট ক্রসিংকেন্দ্রিক যানবাহন চালকদের উল্লিখিত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছেন। সূত্র: বাসস
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।