Apan Desh | আপন দেশ

জেসিআই মানিকগঞ্জের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:২৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

জেসিআই মানিকগঞ্জের নতুন কমিটি

ছবি সংগৃহীত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) মানিকগঞ্জের ২০২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লোকাল প্রেসিডেন্ট (এলপি) নির্বাচিত হয়েছেন আবু সুফিয়ান নিলাভ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) মুসনাদ ই আহমদ,  ভাইস প্রেসিডেন্ট (ভিপি) বিউটি আক্তার ফাহমিদা ও কে এম রিদওয়ানুল বারী জিয়ন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে জেসিআই মানিকগঞ্জের জেনারেল অ্যাসেম্বলিতে ২০২৫ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট কাজী ফাহাদ মানিকগঞ্জ চ্যাপ্টারের লোকাল প্রেসিডেন্ট আবু সুফিয়ান নিলাভের গলায় চেইন পড়িয়ে দায়িত্ব হস্তান্তর করেন।  এ সময় জেসিআই মানিকগঞ্জের ফাউন্ডার প্রেসিডেন্ট ব্যারিস্টার উলোরা আফরিন, বিডিসি চেয়ারপারসন সামিহা আক্তারসহ সংগঠনটির ন্যাশনাল কমিটির সদস্য ও অন্যান্য চ্যাপ্টারের প্রেসিডেন্ট এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

২০২৫ সালের জন্য কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন- সেক্রেটারি জেনারেল (এসজি) আরিফ হোসেন, ট্রেজারার চয়ন সাহা এবং  জেনারেল লিগ্যাল কাউন্সিল (জিএলসি) এস. এম. মাহমুদ শারাফাত।

এছাড়া লোকাল ডিরেক্টর হিসেবে- এম. রেজাউল করিম জ্যান (আর.কে.জ্যান), সাবরিনা পারভিন খান এবং লোকাল কমিটি চেয়ার পদে আল ইসতিয়াক হাসান দ্বীপ ও সাগর কস্তা শপথ গ্রহণ করেন।

সদ্য নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট আবু সুফিয়ান নিলাভ বলেন, আমরা তরুণদের দক্ষতা উন্নয়ন, অর্থ সামাজিক বৈষয়িক কর্মশালা, নারী ক্ষমতায়ন প্রকল্প, সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্য সেবা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করার প্রত্যয়ে আজ শপথ নিলাম। আশা করছি আমরা আমাদের লক্ষ্যে পৌছে যাবো। 

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এর সদর দফতর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে। ১২০টিরও বেশি দেশের এ সংগঠনের কার্যক্রম রয়েছে। বিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে সংগঠনটি। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ৪০টিরও বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়