Apan Desh | আপন দেশ

বইমেলা থেকে সাবেক ছাত্রলীগ নেত্রী ফাল্গুনী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫২, ১ মার্চ ২০২৫

আপডেট: ২০:০২, ১ মার্চ ২০২৫

বইমেলা থেকে সাবেক ছাত্রলীগ নেত্রী ফাল্গুনী গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর অমর একুশে বইমেলা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সাবেক সহসভাপতি ফাল্গুনী দাশকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বইমেলা থেকে তাকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। শনিবার (০১ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর।

ফাল্গুনী দাশকে গ্রেফতারের বিষয়ে চবি ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রূমী বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আমরা কয়েকজন বন্ধু বইমেলা প্রাঙ্গণে ছিলাম। হঠাৎ ফাল্গুনীর মতো একজনকে দেখতে পাই। তিনি উজান প্রকাশনীর স্টলের দিকে হেঁটে যাচ্ছেন। আমি নিশ্চিত হয়ে সঙ্গে সঙ্গে শাহবাগ থানার ওসিকে কল দেই। কল পেয়ে তিনি এসে ফাল্গুনী দাসকে আটক করে থানায় নিয়ে যান।

আরওপড়ুন<<>>যুব মহিলা লীগ নেত্রী উম্মে হানি সেতু গ্রেফতার

রুমী আরও বলেন, ছাত্রলীগের ওই নেত্রী বিশ্ববিদ্যালয়ে অনেক অপকর্মের সঙ্গে জড়িত। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের উসকানিদাতা ফাল্গুনী।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, শুক্রবার রাতে ফাল্গুনী দাশ নামে নিষিদ্ধ ছাত্রলীগের চবি শাখার সহসভাপতিকে আটক করা হয়েছে। তাকে আজ কোর্টে চালান করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়