Apan Desh | আপন দেশ

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৫৬৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৮, ১ মার্চ ২০২৫

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৫৬৯

ছবি: আপন দেশ

ঢাকাসহ সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৫৬৯ জন গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্য মামলা ও ওয়ারেন্ট-মূলে গ্রেফতার করা হয়েছে ৬৬২ জনকে।

গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে শনিবার (১ মার্চ) বিকেল পর্যন্ত অপারেশন ডেভিল হান্টে মোট ১২ হাজার ৫০০ জনকে গ্রেফতার করা হলো। 

আজ (১ মার্চ) সন্ধ্যায় পুলিশের সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্য মামলা ও ওয়ারেন্ট-মূলে গ্রেফতার করা হয়েছে ৬৬২ জনকে।

আরওপড়ুন<<>>রাজধানীতে সুপ্রিম কোর্টের আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এছাড়া অভিযানে গ্রেফতারদের কাছ থেকে দুইটি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার, তিনটি রামদা, একটি লোহার তৈরি দা, একটি ছোরা, দুইটি লোহার রড এবং একটি কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন ১৫ থেকে ১৬ শিক্ষার্থী। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু হয়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়