
ছবি: আপন দেশ
স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বাঁধন’-এর ঢাকা সিটি জোনের বার্ষিক সাধারণ সভা ও কমিটি হস্তান্তর-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ মার্চ) ঢাকা কলেজের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও বাঁধন ইউনিটের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক এ কে এম ইলিয়াস।
বাঁধন ঢাকা সিটি জোনের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. এইচ. এম. অলিউল্লাহ, ঢাকা কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আনোয়ার মাহমুদ, ঢাকা কলেজ অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পারভীন সুলতানা হায়দার, কবি নজরুল সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নুরুন নাহার, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আ. ক. ম. রফিকুল আলম, ঢাকা কলেজের সহকারী অধ্যাপক ওবায়দুল করিম ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক এ এম এম মেহেদী হাসান। এ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জুবায়ের হোসেনের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বাঁধনের একটি পজিটিভ দিক হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে নিয়মিত দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর হয়ে আসছে। আর একটি নেগেটিভ দিক হচ্ছে আর্থিক সংকট। এদের আর্থিক সংস্থা খুবই দুর্বল। তবে আমাদের নজরে যখন আসে আমরা সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করি। আশা করি ভবিষ্যতে তাদের এ সমস্যায় আমরা সবাই এগিয়ে আসবো। আমার প্রত্যাশা থাকবে এ মানবতার সেবায় আমরা সকলেই এটার সঙ্গে সম্পৃক্ত হয়ে সহযোগিতার হাত বাড়াবো।
ঢাকা সিটি জোনকে দুটি ভাগে বিভক্ত করে কার্যকারী কমিটি ২০২৫ ঘোষণা করা হয়। এতে বাঁধন ঢাকা দক্ষিণ জোনের সভাপতি মনোনীত হয়েছেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মো. মোস্তফা হাসান মাসুদ ও সাধারণ সম্পাদক ঢাকা কলেজের শিক্ষার্থী খালেদ বিন ওয়ালিদ। আর ঢাকা উত্তর জোনের সভাপতি মনোনীত হয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. শিহাব সারার ও সাধারণ সম্পাদক সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী সায়ফিন আহমেদ ফিরোজ। এছাড়াও কবি নজরুল সরকারি কলেজের মো. সাইফুল আছরার মনোনীত হয়েছেন ঢাকা দক্ষিণ জোনের কোষাধ্যক্ষ হিসেবে ও মো. আলী দোহা মনোনীত হয়েছেন নির্বাহী সদস্য পদে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।