
ছবি: আপন দেশ
রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারগুলোতে সবজির দাম ঊর্ধ্বমুখী। বিশেষ করে বেগুন, শসা ও লেবুর দাম চড়া। যা ক্রেতাদের ভোগান্তি বাড়িয়েছে।
রোববার (০২ মার্চ) বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কয়েকদিন আগেও ৬০-৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া বেগুন এখন ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মালিবাগ কাঁচাবাজারের বিক্রেতা আবু সালাম জানান, রমজানের শুরুতে সবজির দাম বাড়লেও কিছুদিনের মধ্যে তা স্বাভাবিক হবে।
বাজারে লেবুর দামও বেড়েছে। কদিন আগেও ২০-৪০ টাকা হালিতে বিক্রি হওয়া লেবু এখন জাতভেদে ৮০-১২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। এলাচি লেবু ৭০-৮০ টাকা, কাগজি লেবু ৮০-৯০ টাকা ও শরবতি লেবু ১০০-১২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
শসার দামও ঊর্ধ্বমুখী। বর্তমানে কেজিপ্রতি ৯০-১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে টমেটোর দাম তুলনামূলকভাবে কম। প্রতি কেজি ৪০-৫০ টাকা।
বাজারে নতুন আসা তরমুজ কেজিপ্রতি ৫০-৬০ টাকা, মাল্টা ২৮০-৩০০ টাকা, আপেল ৩০০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেয়ারা ৬০-৮০ টাকা, বাঙ্গি ৫০-১০০ টাকা ও ডাব ১২০-১৮০ টাকা পিস। অন্যদিকে আমদানি বাড়ায় খেজুরের দাম কিছুটা কমেছে। বর্তমানে কেজিপ্রতি ১০০-৪০০ টাকা দরে খেজুর বিক্রি হচ্ছে।
আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি— আলুর দাম কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে। পেঁয়াজের কেজিপ্রতি দাম ৪৫-৫০ টাকা, পাল্লা হিসাবে ২১০-২২০ টাকা।
ডাল ও ছোলার বাজার— বড় দানার মুসুরির ডাল ১১০ টাকা, ছোট দানা ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি ছোলা ১৩০-১৪০ টাকা, পাকিস্তানি ডাবলি ১৮০ টাকা ও বেসন ১৮০-২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তেলের সংকট অব্যাহত— সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। বিক্রেতারা জানান, সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা থাকলেও এখনো তা হচ্ছে না।
মাংসের বাজারে ঊর্ধ্বগতি— মুরগির মাংসের দাম কেজিতে ১০-২০ টাকা বেড়েছে। সোনালি মুরগি ২৬০-৩০০ টাকা, ব্রয়লার ২০০ টাকা ও দেশি মুরগি ৪৬০-৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম ২০-৪০ টাকা বেড়ে এখন ৮০০ টাকা কেজি।
মাছের বাজারেও মূল্যবৃদ্ধি— চিংড়ি ৮০০-১২০০ টাকা, রুই ৩২০-৩৪০ টাকা, কাতল ৩৫০-৩৮০ টাকা, পোয়া ৫০০-৬০০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, তেলাপিয়া ২০০-২৪০ টাকা, শিং ৪৫০-৫৫০ টাকা ও রূপচাঁদা ১২০০-১৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ক্রেতাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিক্রেতারা আশা করছেন, কয়েকদিনের মধ্যে দাম কিছুটা কমতে পারে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।