
নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ
নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, কমিশন কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ইস্পাতের মতো কঠোর অবস্থানে থাকবে নির্বাচন কমিশন।
তিনি বলেন, কমিশন ভেঙে যাবে, কিন্তু মচকাবে না। শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করবে না নির্বাচন কমিশন।
রোববার (০২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মোহাম্মদ সানাউল্লাহ।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। ভঙ্গুর নির্বাচন পরিস্থিতিতে জনগণের মধ্যে ভোটবিমুখতা তৈরি হয়েছিল। তবে এখন তারা আবারও ভোটের প্রতি আগ্রহ দেখাচ্ছে।
আরওপড়ুন<<>>নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে: সালাহউদ্দিন আহমেদ
এ নির্বাচন কমিশনার আরও বলেন, আগামী ৩০ জুনের মধ্যে নতুন করে আবারও নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। এবারের ভোটার তালিকা হবে স্বচ্ছ। যাতে কেউ ভুয়া বা অস্বচ্ছ তালিকার অভিযোগ তুলতে না পারে। বিশেষ করে তরুণ ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।
নারী ভোটাররা যাতে বাদ না পড়ে, সে বিষয়েও গুরুত্ব দেয়া হবে। নির্বাচন কমিশন রাতের ভোট দেখতে চায় না এবং কোনো পক্ষের কর্তৃত্বও মেনে নেবে না বলেও জানান তিনি।
অতীতের নির্বাচনগুলো ত্রুটিপূর্ণ ছিল স্বীকার করে মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন এর দায় এড়াতে পারে না। ভুলের দায় শুধু প্রধান নির্বাচন কমিশনারের নয়, একজন সাধারণ কর্মচারী পর্যন্ত এ দায় বহন করে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।