
সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন। ফাইল ছবি
সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ১৩৩ কোটি টাকা পাচারের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেফতার করে।
সোমবার (০৩ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।
সিআইডি জানায়, তার বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানিলন্ডারিং মামলা করে প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে। অভিযোগ ছিল ১৩৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের। এতে আসামি করা হয় মালিক ইমরান হোসেন ও তৌহিদুল আলম জেনিথকে।
সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। তারা অনুমোদন ছাড়া ব্রাহমা জাতের গরু আমদানি করে। ভুটান-নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে ভুট্টি গরু এনে বিক্রি করেছে। প্রতারণার মাধ্যমে দেশীয় গরু/ছাগলকে বিদেশি ও বংশীয় গরু/ছাগল বলে প্রচার করে উচ্চমূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রয় করে সাদিক অ্যাগ্রো।
টেকনাফ ও উখিয়ার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে গরু-মহিষ আনা হয়। এসব গবাদিপশু সাদিক অ্যাগ্রোর মাধ্যমে বাংলাদেশে বিক্রি করা হয়। অবৈধভাবে উপার্জিত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর করা হয়। অবৈধভাবে ইমরান হোসেন মোট ১২১ কোটি ৩২ লাখ টাকার লেনদেন করেছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।