Apan Desh | আপন দেশ

‘আহত-শহীদরা দেশের জন্য আন্দোলনে অংশ নিয়েছিল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৬, ৩ মার্চ ২০২৫

আপডেট: ২০:২৭, ৩ মার্চ ২০২৫

‘আহত-শহীদরা দেশের জন্য আন্দোলনে অংশ নিয়েছিল’

ফাইল ছবি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতরা কোনো দলের হয়ে নয়। বরং দেশের জন্য আন্দোলনে অংশ নিয়েছিলেন।

সোমবার (০৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর স্কাটন লেডিস ক্লাবে জুলাই-আগস্ট আন্দোলনে আহত, পঙ্গু ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

আরওপড়ুন<<>>আশুলিয়া থানার ওসি হলেন সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম ডাবলু

জামায়াত আমীর বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত ও শহীদ হয়েছেন  তাদের নিয়ে যেন আমরা রাজনীতি না করি।

ডা. শফিকুর রহমান বলেন, আহত ও শহীদ পরিবারের সদস্যরা এই প্রথম পরিবারের প্রিয় সদস্যদের ছাড়া সাহরি ও ইফতার করছে। এটা কতটা কষ্টের একমাত্র সেই পরিবারের সদস্যরা জানে।

এ কষ্টে থাকা মানুষগুলোর সঙ্গে ঈদের দিন ঘরে ঘরে গিয়ে সাক্ষাৎ করার প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়