Apan Desh | আপন দেশ

আঞ্জুমান মুফিদুল ইসলাম একটি অনন্য প্রতিষ্ঠান: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৩, ৩ মার্চ ২০২৫

আঞ্জুমান মুফিদুল ইসলাম একটি অনন্য প্রতিষ্ঠান: প্রধান উপদেষ্টা

আঞ্জুমান মুফিদুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম একটি অনন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বেওয়ারিশ মরদেহ দাফনের পাশাপাশি এতিম শিশুদের লালনপালন করার মধ্যদিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে আঞ্জুমান মুফিদুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

এর আগে ড. মুহাম্মদ ইউনূস আঞ্জুমান মুফিদুল ইসলামের নতুন ভবন আঞ্জুমান জে আর টাওয়ারের উদ্বোধন করেন। পরে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন তিনি।

কোথাও আর কোনো বেওয়ারিশ লাশ দেখতে চান না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম বেওয়ারিশ মরদেহ দাফনের কাজ চালিয়ে যাক, তবে আমাদের প্রত্যেকের লক্ষ্য হতে হবে আর যেন কোনো বেওয়ারিশ মরদেহ না থাকে। আসুন আমরা এমন একটা সমাজ তৈরি করি, যেখানে আঞ্জুমান মুফিদুল ইসলাম যে মরদেহ দাফনের কাজ করছে, সেটি আর থাকবে না।

আরওপড়ুন<<>>মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

যারা দীর্ঘদিন শ্রম, মেধা ও অর্থ দিয়ে আঞ্জুমান মুফিদুল ইসলামের মত সেবামূলক প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. মুহাম্মদ ইউনূস।

এ সময় অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি মুফলেহ আর ওসমানী এবং সহসভাপতি গোলাম রহমান।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়