
ড. এম সাখাওয়াত হোসেন।
সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। তবে নির্ধারিত সময়ের মধ্যে বন্দর থেকে পণ্য খালাস না করলে তিনগুণ জরিমানা দিতে হবে। এ মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (০৪ মার্চ) সচিবালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, দেশে পর্যাপ্ত নিত্যপণ্য আমদানি করা হয়েছে। ভোজ্যতেলের কিছুটা সংকট থাকলেও শাক-সবজির দাম স্থিতিশীল রয়েছে। সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। তবে আমদানিকারকরা নির্ধারিত সময়ে বন্দর থেকে পণ্য খালাস না করলে তিনগুণ জরিমানা গুনতে হবে।
সরকার বাজার নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, আমরা চাই নিত্যপণ্যের সরবরাহ নির্বিঘ্ন থাকুক। বাজার স্থিতিশীল থাকুক। এজন্য নিয়ম অনুযায়ী আমদানিকারকদের পণ্য খালাস করতে হবে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এম ভি আল-বাখেরা সারবাহী নৌযান দুর্ঘটনায় নিহত ৬ শ্রমিকের পরিবারকে সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ ও আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে ৩ লাখ টাকার চেক তুলে দেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।