Apan Desh | আপন দেশ

নতুন উপদেষ্টা হচ্ছেন আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:৪৭, ৪ মার্চ ২০২৫

নতুন উপদেষ্টা হচ্ছেন আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম।

অন্তর্বর্তী সরকারে নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। তিনি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (০৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টার শপথ হবে। নিয়োগ পাওয়ার পর তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে। এতে বর্তমান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

নতুন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টার সংখ্যা হবে ২৩ জন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। একই দিন মন্ত্রিসভা বিলুপ্ত হয়। ৬ আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। এরপর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

প্রথম দফায় ১৬ জন উপদেষ্টা নিয়োগ পান। তিনজন বিদেশে থাকায় পরে শপথ নেন। এরপর চারজন নতুন উপদেষ্টা যুক্ত হন। সর্বশেষ ১০ নভেম্বর আরও তিনজন উপদেষ্টা নিয়োগ পান।

আরও পড়ুন>>>‘নির্ধারিত সময়ে পণ্য খালাস না করলে তিনগুণ জরিমানা’

গত বছরের ২০ ডিসেম্বর বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা যান। সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলে যোগ দিতে তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেন। এরপর উপদেষ্টার সংখ্যা হয় ২২ জন। ড. আমিনুল ইসলাম যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা বেড়ে হবে ২৩ জন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়