
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা অবশ্যই নির্বাচন কমিশনের (ইসি) অধীনে থাকা উচিত।
মঙ্গলবার (০৪ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এনআইডি সেবা ইসির অধীনে থাকা উচিত কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে সিইসি বলেন, অবশ্যই থাকা উচিত। এটি একটি বড় সিদ্ধান্ত। যেখানে মাঠে ভোটার নিবন্ধন চলছে, হাজার হাজার লোক কাজ করছে।
তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন আছে, যেটার প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি না। এ বিষয়ে যেখানে কথা বলার সুযোগ থাকবে, সেখানেই কথা বলা হবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, এনআইডি সেবার ব্যাপারে সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত আসবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের সঙ্গে আলোচনা না করে কিছু করে ফেলবে আমি এমনটা মনে করছি না।
আরওপড়ুন<<>>নতুন উপদেষ্টা হচ্ছেন আমিনুল ইসলাম
সিইসি বলেন, সোমবার (০৩ মার্চ) একটি মিটিং হলো। সেখানে প্রতিনিধির মাধ্যমে আমাদের মতামত তুলে ধরেছি। আরও মিটিং হবে। এনআইডি নির্বাচন কমিশন থেকে নিয়ে যাবে- আমি এমন সিদ্ধান্তের কথা শুনিনি।
ইসি থেকে এনআইডি সেবা চলে গেলে কি ধরণের সমস্যা হতে পারে এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, সমস্যা যা হবে আমরা লিখিত আকারে জানাবো। সমস্যা তো হবেই। তবে সরকারের এ ধরনের চিন্তা রয়েছে। সব নাগরিক সেবা এক জায়গা থেকে দেয়া যায় কি না।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।