Apan Desh | আপন দেশ

ডিসেম্বরে নির্বাচন ধরেই প্রস্তুতি চলছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৭, ৪ মার্চ ২০২৫

ডিসেম্বরে নির্বাচন ধরেই প্রস্তুতি চলছে: সিইসি

ফাইল ছবি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশন রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবে না বলে যোগ করেন তিনি।

মঙ্গলবার (০৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার কথা বলেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কমিশন এখন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক দল অনেক কথা বলবে, কমিশন রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবে না।

আরওপড়ুন<<>>ভারতীয় ভিসা নিয়ে কোনো সুখবর নেই: পররাষ্ট্র উপদেষ্টা

তিনি বলেন, সরকারপ্রধান যেখানে একটা টাইমফ্রেম ঘোষণা করেছেন, হয় ডিসেম্বরে নয়তো ২০২৬ সালের শুরুর দিকে। আমরা ডিসেম্বরকে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি।

জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে জটিলতা নিরসনে স্বতন্ত্র একটি কমিশন প্রতিষ্ঠার অন্তর্বর্তী সরকারের উদোগের বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, সোমবার (০৩ মার্চ) একটি মিটিং হয়েছে। সেখানে প্রতিনিধির মাধ্যমে আমাদের মতামত তুলে ধরেছি। আরও মিটিং হবে। এনআইডি নির্বাচন কমিশন থেকে নিয়ে যাবে- আমি এমন সিদ্ধান্তের কথা শুনিনি।

তিনি বিশ্বাস করেন, এনআইডি সেবার ব্যাপারে সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত আসবে। আমাদের সঙ্গে আলোচনা না করে কিছু করে ফেলবে আমি এমনটা মনে করছি না।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়