Apan Desh | আপন দেশ

এইচটি ইমামের ছেলের বাসায় ছাত্র-জনতার তল্লাশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৬, ৫ মার্চ ২০২৫

আপডেট: ১০:৫৯, ৫ মার্চ ২০২৫

এইচটি ইমামের ছেলের বাসায় ছাত্র-জনতার তল্লাশি

ছবি : আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বাসায় তল্লাশি চালিয়েছে ছাত্র-জনতা। মঙ্গলবার (০৪ মার্চ) রাত ১২ টার দিকে গুলশান-২ নম্বরে শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাসায় তল্লাশি চালানো শুরু হয়। 

এর আগে বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখার তথ্য পেয়ে বাড়িটি ঘেরাও করে ছাত্র-জনতা। খবর পেয়ে গুলশান থানা পুলিশের একটি দল সেখানে যায়। তবে ওই বাসা থেকে কাউকে আটক বা টাকা জব্দের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ঘোষণা দেয়া হয়— ছাত্র-জনতা কর্তৃক তানভীর ইমামের বাসায় অভিযান চালানো হবে। এরপর গুলশান ২-এর বিচারপতি সাহাবুদ্দিন পার্কের সামনে প্রায় শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ জড়ো হন। রাত ১২টার দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে তানভীর ইমামের বাসায় প্রবেশের চেষ্টা করেন।

এসময় বাড়ির সিকিউরিটি গার্ড তাদের বাধা দিলে কিছু শিক্ষার্থী গেট টপকে ভেতরে প্রবেশ করেন। পরে গেট খুলে দিলে শতাধিক ছাত্র-জনতা বাড়ির ভেতরে প্রবেশ করে তল্লাশি চালায়। তারা ফ্ল্যাটের প্রতিটি কক্ষে খুঁজে দেখেন, বিভিন্ন লাগেজ, ডয়ার ও সিন্দুক তল্লাশি করেন।

অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ মজুদ রাখার অভিযোগে অভিযান চালানো হলেও, ঐ বাসা থেকে এ সময় এমন কিছু পাওয়া যায়নি।

অভিযানের প্রায় আধা ঘণ্টা পর গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ছাত্র-জনতাকে জিজ্ঞাসা করে তারা কেন এখানে এসেছেন। এরপর তারা ধীরে ধীরে ঘটনাস্থল ত্যাগ করেন।

তল্লাশি চলাকালে তানভীর ইমামের পরিবারের কোনও সদস্যকে ফ্ল্যাটে পাওয়া যায়নি। শুধুমাত্র বাড়ির কাজের লোক ও সিকিউরিটি গার্ড উপস্থিত ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়