Apan Desh | আপন দেশ

জুলাই বিপ্লবে মানবাধিকার লঙ্ঘন, জাতিসংঘের প্রতিবেদন আজ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ৫ মার্চ ২০২৫

আপডেট: ১২:৪৬, ৫ মার্চ ২০২৫

জুলাই বিপ্লবে মানবাধিকার লঙ্ঘন, জাতিসংঘের প্রতিবেদন আজ

ফাইল ছবি

গত বছরের জুলাই-আগস্টে সংগঠিত ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন তৈরি করা হয়েছে। বুধবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টায় জেনেভায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক প্রতিবেদনটি উপস্থাপন করবেন।

জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, অনুষ্ঠানটি জেনেভা থেকে ইউটিউব https://youtube.com/live/szaCueW3WLs-এ সরাসরি সম্প্রচার করা হবে।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনারের ফেসবুকে পেজ থেকে জানানো হয়েছে, প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘের মানবাধিকার দল সদস্য রাষ্ট্র ও বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে। আলোচনায় উঠে আসবে প্রতিবেদনটির গুরুত্বপূর্ণ সুপারিশ, বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায়বিচার এবং মানবাধিকার সংস্কারের লক্ষ্যে গ্রহণ করা হবে। 

সোমবার (৩ মার্চ) ভলকার তুর্ক আশা প্রকাশ করেন, তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও বাস্তব চিত্র তুলে ধরায় এটি জবাবদিহিতা, ক্ষতিপূরণ এবং এ অবস্থা থেকে উত্তরণ ও সংস্কারকে সমর্থন করবে।

জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে একটি বিশ্বব্যাপী আপডেট উপস্থাপনকালে তিনি বলেন, ফৌজদারি মামলায় যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে সহিংসতায় এক ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয়। তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে ‘নৃশংসভাবে দমনে’ মানবাধিকার লঙ্ঘন করেছে। 

তিনি আরও বলেন, দেশ এখন একটি নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সম্পর্কে তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য-অনুসন্ধান প্রতিবেদন এক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ অবদান’ রাখবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়