
ছবি : আপন দেশ
রোহিঙ্গা শরণার্থীদের মানবিক প্রয়োজনে ইউনিসেফ যে কার্যক্রম পরিচালনা করছে, তাতে সহায়তার জন্য জাপান সরকার আনুমানিক ৩৩ লাখ মার্কিন ডলার (৫০ কোটি জাপানি ইয়েন) বরাদ্দ করেছে। এ অনুদানের অর্থ দিয়ে ৪১ হাজার শিশুসহ মোট ৬৫ হাজার রোহিঙ্গা শরণার্থীর কাছে শিক্ষা, ওয়াশ (পানি, পয়ঃনিষ্কাশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা), স্বাস্থ্য ও পুষ্টি সেবা পৌঁছে দেয়া হবে।
ঢাকায় ইউনিসেফের কার্যালয়ে এ বিষয়ে জাপান ও ইউনিসেফ বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে সই করেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।
জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, আমি ইউনিসেফের প্রচেষ্টার প্রশংসা করি, যারা রোহিঙ্গা শিবিরগুলোতে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি এবং ওয়াশ সেবার মাধ্যমে প্রতিটি শিশুর প্রয়োজন মেটাতে কাজ করছে। জাপান থেকে ইউনিসেফের এ অনুদান এমন সময়ে এসেছে, যখন রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য তহবিল সংগ্রহ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। জাপান এ সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে এবং ইউনিসেফসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে সহযোগিতা অব্যাহত রাখবে।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, রোহিঙ্গা শিশুরা প্রতিদিন বহুবিধ সমস্যার সঙ্গে লড়াই করে চলেছে। শিক্ষায় তাদের প্রবেশাধিকার সীমিত; তারা সাংস্কৃতিক প্রতিবন্ধকতার সম্মুখীন হয় এবং জনাকীর্ণ বসতিগুলোতে পানিবাহিত রোগ, অপুষ্টি ও অপর্যাপ্ত স্বাস্থ্য সেবার ঝুঁকিতে থাকে। অন্য যে কোনো শিশুর মতো শিক্ষা, সুস্বাস্থ্য, সুরক্ষা ও বিকশিত হওয়ার অধিকার তাদেরও রয়েছে, এবং এ মুহূর্তে তাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি জাপান সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাত বছরেরও বেশি সময় আগে মিয়ানমারে সহিংসতার মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে প্রায় ৫ লাখ রোহিঙ্গা শিশু বেড়ে উঠছে। তারা তাদের সুরক্ষা, খাদ্য, পানি, আশ্রয় ও স্বাস্থ্যসেবার জন্য সম্পূর্ণভাবে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
২০১৭ সালের আগস্ট থেকে চলমান এ সংকট মোকাবিলায় জাপান উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। এখন পর্যন্ত জাপান প্রায় ২৪০ মিলিয়ন মার্কিন ডলার জাতিসংঘের সংস্থাসমূহ ও বাংলাদেশি এনজিওগুলোকে সহায়তা হিসেবে প্রদান করেছে। ইউনিসেফ, বাংলাদেশ সরকার ও অন্যান্য অংশীজনদের সঙ্গে মিলে শরণার্থী শিশুদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।