Apan Desh | আপন দেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আরও দুই জন

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৫৮, ৫ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আরও দুই জন

ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব। বুধবার (০৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেখ মইনউদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যব ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। তারা দুজনই প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন>>>ভারতের উপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিনজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন। নতুন দুইজন নিয়োগের ফলে তার বিশেষ সহায়কের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে। নতুন নিয়োগ পাওয়া দুইজন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রমে সমন্বয় ও নীতিনির্ধারণী বিষয়ে সহায়তা করবেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়