Apan Desh | আপন দেশ

মুক্তভাবে কথা বলতে পারব কখনও ভাবিনি: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৮, ৫ মার্চ ২০২৫

আপডেট: ২১:০৫, ৫ মার্চ ২০২৫

মুক্তভাবে কথা বলতে পারব কখনও ভাবিনি: শিক্ষা উপদেষ্টা

অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার

দেশে বড় রকমের একটা পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। তিনি বলেন, আমরা ভাবিনি আমাদের জীবদ্দশায় এভাবে মুক্তভাবে কথা বলতে পারব।

বুধবার (৫ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণকালে এসব কথা বলেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

আরওপড়ুন<<>>এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

সি আর আবরার বলেন, জনগণের টাকায় বড় হয়েছি, সেজন্য তাদের প্রতি আমার অনেক দায়বদ্ধতা রয়েছে। সমাজ আমাকে দিয়েছে। এখন যতটুকু সম্ভব সমাজকে দেয়ার সময় এসেছে।

নতুন শিক্ষা উপদেষ্টা আরও বরেন, শিক্ষা হচ্ছে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ছাত্র-ছাত্রীরা দেশেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে, সে স্বপ্ন আমি দেখি। দেশে থেকেই তারা বিশ্বকে নেতৃত্ব দেবে।

শিক্ষার উদ্দেশ্য ও নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে আমাকে এ দায়িত্বটা দিয়েছেন সেটা একটা বড় চ্যালেঞ্জ। প্রধান উপদেষ্টাও বলেছেন, সামনে যে জার্নিটা ইজি হবে তা নয়। আমি জানি এটা হয়তো দ্রুত হবে না। কিন্তু এর একটা ভিত্তিপ্রস্তর আমরা তৈরি করতে চাই।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়