
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারি ইস্যুতে সৌদি আরবের জেদ্দায় মন্ত্রী পর্যায়ের বৈঠক করতে যাচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। বৈঠকে যোগ দিতে সৌদির উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে ঢাকা ছাড়েন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, সৌদি আরবের উদ্দেশ্যে বৃহস্পতিবার দুপুরে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জেদ্দায় ওআইসির এক্সট্রা অর্ডিনারি মিটিং এ অংশগ্রহণ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জেদ্দায় ওআইসির মন্ত্রিপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আগামী ৭ মার্চ ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ইস্যুতে মন্ত্রিপর্যায়ের বৈঠকে যোগ দেবেন উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা ওআইসির মন্ত্রিপর্যায়ের বৈঠক শেষে আগামী ৮ মার্চ দেশে ফিরবেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।