
বায়তুল মোকাররমে নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে একজনকে আটক করে পুলিশ
রাজধানীর বায়তুল মোকাররম থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি থেকে কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে মোট কয়জনকে আটক করা হয়েছে সে সংখ্যা এখনও জানা যায়নি।
শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের মসজিদের উত্তর গেট থেকে ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচি শুরু করে হিযবুত তাহরীর। কিছুটা সামনে এগোতেই পুলিশের বাধার মুখে পড়েন তারা।তারা মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির দিকে যান।
পুলিশকে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ঘটনাস্থল থেকে হিযবুত তাহরীরের দুই সদস্যকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আরওপড়ুন<<>>হিযবুত তাহরীরের মিছিলে পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রত্যক্ষদর্শীরা জানান, হিযবুত তাহরীরের সমর্থকরা মিছিল শুরু করার কিছু সময় পর পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিভিন্ন গলিতে অভিযান চালিয়ে নাসির নামে একজনসহ আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করে। আটক নাছির যাত্রাবাড়ী এলাকা থেকে মিছিলে অংশ নিতে এসেছেন বলে জানান।
তবে আটকের বিষয়ে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে সকাল থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচি ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ। নামাজ পড়ার উদ্দেশ্যে যারা ভেতরে প্রবেশ করছেন তাদের অনেকের শরীর ও ব্যাগ তল্লাশি করে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।