Apan Desh | আপন দেশ

মোহাম্মদপুরে দিনভর অভিযানে গ্রেফতার ২৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৮, ৭ মার্চ ২০২৫

মোহাম্মদপুরে দিনভর অভিযানে গ্রেফতার ২৬

ছবি: সংগৃহীত

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৭ মার্চ) দুপুরে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান। 

এর আগে (০৬ মার্চ) বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, হত্যা মামলার আসামি ফারুক (৩৮), রানা (২০), নাছির (৩২), রাজিব সিকদার (২০), মেহেদী হাসান সবজি (২০), মুন্না উরফে বোমা মুন্না (২৪), শুকুর আলী (৩২), জানু (৩৬), রাসেল (৪১), জাবেদ (৩৫), মিঠুন (৩২), শহিদুল ইসলাম সোহেল (৩৯), ইসমাইল (২২), আ. রহিম (৪২), সাইদ (১৯), নাজমুল (২৩), নাদিম (২১), মুরাদ (২৫), আলাউদ্দিন (৩০), জনি (২৩), সোহেল রানা (২২), রেদওয়ান হাসান (২১), সোহাগ (২২), জাহিদ (২০), বোরহান উদ্দিন (২৪) ও হাসিব মিট্জ (২৩)।

আরওপড়ুন<<>>ইয়েমেন উপকূলে নৌকাডুবি, ১৮০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

মেহেদী হাসান হাসান বলেন, গ্রেফতারদের মধ্যে মাদক মামলায় ১৪ জনকে, দ্রুত বিচার আইনে ৪ জন, ডিএমপির মামলায় ৫ জন, খুনের মামলায় ২ জন ও ডাকাতির মামলায় ১ জনসহ মোট ২৬ জন।

আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়