Apan Desh | আপন দেশ

প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার নিলেন ছয় অদম্য নারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৬, ৮ মার্চ ২০২৫

আপডেট: ১২:১৬, ৮ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার নিলেন ছয় অদম্য নারী

ভিডিও থেকে নেয়া ছবি

আন্তর্জাতিক নারী দিবসে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের হাত থেকে সম্মাননা পুরস্কার নিলেন শ্রেষ্ঠ ছয় অদম্য নারী। শনিবার (৮ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শান্তিতে নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদের কাছ থেকে পুরস্কার নেন তারা।

সম্মাননা পুরস্কার পাওয়া অদম্য নারীরা হলেন— অর্থনীতিতে অবদানে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মো. মুহিন (মোহনা), বিশেষ বিবেচনায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।

শ্রেষ্ঠ ছয়জন অদম্য নারীর সম্মাননা পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়