Apan Desh | আপন দেশ

৪ মাসের অন্তঃসত্ত্বাকে দলবদ্ধ ধর্ষণ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৪:০৮, ৯ মার্চ ২০২৫

আপডেট: ১৫:০৩, ৯ মার্চ ২০২৫

৪ মাসের অন্তঃসত্ত্বাকে দলবদ্ধ ধর্ষণ

ফাইল ছবি

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের পানগাও ঋষিপাড়া এলাকায় ৪ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে (২০) ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ৩/৪ জন জড়িত বলে জানা গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (০৯ মার্চ) বেলা ১১টার দিকে পরীক্ষা নিরীক্ষার জন্য সে নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়ার কথা বলে দক্ষিণ কেরানীগঞ্জ পাঁচগাও ঋষিপাড়া নয়াবাড়ী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। এ মামলায় গ্রেফতারকৃতরা হলেন– আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)।

জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মোশাররফ হোসেন মিয়া আরও জানান, এজাহার নাম থাকা আসামিরা থাকা–খাওয়ার ব্যবস্থা করে দেয়ার কথা বলে ওই নারীকে পানগাও ঋষিপাড়ার নয়াবাড়ীর একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। শনিবার রাত আনুমানিক সাড়ে দশটা থেকে দিবাগত রাত দেড়টা পর্যন্ত সেখানে ৩ থেকে চারজন ব্যক্তি ওই নারীকে ধর্ষণ করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

আরও পড়ুন>>>সাইকেলে ঘোরানোর কথা বলে শিশুকে ধর্ষণ, কিশোর আটক

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, রোববার বেলা ১১টার দিকে ওই নারীকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পুলিশ। পরে জরুরি বিভাগের চিকিৎসক ওই নারীকে হাসপাতালে ভর্তি করায়। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়