Apan Desh | আপন দেশ

ঈদের আগেই বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:১৪, ৯ মার্চ ২০২৫

আপডেট: ১৫:৪৭, ৯ মার্চ ২০২৫

ঈদের আগেই বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর চলতি মার্চ মাসের বেতন-ভাতা ২৩ মার্চ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (০৯ মার্চ) সকালে অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

সিনিয়র সহকারি সচিব আব্দুল গফুর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি-২০২৫ অনুযায়ী ৩১ মার্চ তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড/নন-কমিশন্ড অফিসারগণের ২০২৫ সালের মার্চ মাসের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারগণের মার্চ মাসের অবসর ভাতা ২৩ মার্চ তারিখে প্রদান করা হবে।

আরও পড়ুন>>>‘বনশ্রীতে স্বর্ণ ডাকাতি শ্রমিকদল-ছাত্রলীগ মিলেমিশে’

বাংলাদেশ ট্রেজারি রুলসের অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এসআর) ১১৩ (২) প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়