
আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে কথা বলছেন আইন উপদেষ্টা।
ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনের মধ্যে শেষ করতে হবে। বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। এ তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার (০৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, আমরা কাজ করছি, কিভাবে ধর্ষণ মামলার বিচার দ্রুত করা যায়। তদন্তকারী কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে হবে। বারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা বন্ধ করতে হবে।
ধর্ষণ মামলায় অভিযুক্তরা জামিন পাবেন না জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ধর্ষণ মামলায় ৩০ দিনের পরিবর্তে এখন থেকে ১৫ দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। নারী সহিংসতা প্রতিরোধে এসব সিদ্ধান্তের আলোকে কয়েকদিনের মধ্যেই আইন সংশোধন করা হবে।
আরও পড়ুন>>>‘বনশ্রীতে স্বর্ণ ডাকাতি শ্রমিকদল-ছাত্রলীগ মিলেমিশে’
আসিফ নজরুল বলেন, ধর্ষণ মামলার বিচারকাজ আমরা দ্রুততম সময়ে শেষ করতে চাই। এজন্য ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার কাজ শেষ করতে হবে। এক্ষেত্রে বিচারক মনে করলে মেডিক্যাল সার্টিফিকেটের ভিত্তিতেই বিচার করতে পারবেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।