Apan Desh | আপন দেশ

রাজধানীতে গণপিটুনিতে ৭ ছিনতাইকারী-চোর আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৬, ৯ মার্চ ২০২৫

রাজধানীতে গণপিটুনিতে ৭ ছিনতাইকারী-চোর আহত

প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিল, যাত্রবাড়ী ও চকবাজার এলাকায় পৃথক পৃথক ছিনতাই ও চুরির ঘটনায় গণপিটুনিতে ৭ ছিনতাইকারী ও চোর আহত হয়েছে।

রোববার (০৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে যাত্রাবাড়ী থেকে চার ছিনতাইকারী, বিকেল সাড়ে ৩টার দিকে মতিঝিল থেকে এক ছিনতাইকারী ও চকবাজার এলাকা থেকে ২ চোরকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পুলিশ।

আহত ছিনতাইকারীরা হলেন, রফিকুল ইসলাম(৩৬), রিপন মিয়া (৪২), রবিউল ইসলাম (৪০), সোহাগ মিয়া (৫৪) ও মো. তন্ময় (২২)। এছাড়া চকবাজার এলাকার গণপিটুনিতে আহত দুই চোর হলেন, অপু (৩৮) ও আল (৪৫)।

আরওপড়ুন<<>>‘বনশ্রীতে স্বর্ণ ডাকাতি শ্রমিকদল-ছাত্রলীগ মিলেমিশে’

যাত্রাবাড়ী থানার এসআই ফারজানা জানান, ওই চারজন পেশাদার ছিনতাইকারী। আজ দুপুরে কোনাপাড়া এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় জনতা তাদের গণধোলাই দেয়। পরে আমরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ওই ছিনতাইকারীদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে চিকিৎসা শেষে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

মতিঝিল থানার এসআই সবুর খন্দকার জানান, এজিবি কলোনির সামনে রিকশা যাত্রীর কাছ থেকে মোবাইল ছিনতাই করতে গেলে ওই যুবককে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে তার চিকিৎসা চলছে।

চকবাজার থানার এসআই জহুরুল ইসলাম জানান, বকশিবাজার মোড়ের পাশে ভ্যান গাড়িতে মাল নিয়ে যাওয়ার সময় কার্টুন কেটে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে ওই দুই চোর আহত হয়। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়