Apan Desh | আপন দেশ

রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৩, ৯ মার্চ ২০২৫

রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

রাজধানীর কুড়িল এলাকায় ট্রাকচাপায় ফিতাজ আলী মল্লিক নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (০৯ মার্চ) দুপুর ১২টার দিকে কুড়িল চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

আরওপড়ুন<<>>সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িল চৌরাস্তা এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যান ওই ব্যক্তি। এ সময় পিছনে থাকা ট্রাক চালক গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত ফিতাজ আলী মল্লিক মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানায় ভাটারা থানা পুলিশ।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়