Apan Desh | আপন দেশ

‘ঈদযাত্রায় ৭ দিনের বিশেষ তদারকি, থাকবে বাড়তি ১০ ট্রেন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৪, ৯ মার্চ ২০২৫

‘ঈদযাত্রায় ৭ দিনের বিশেষ তদারকি, থাকবে বাড়তি ১০ ট্রেন’

ফাইল ছবি।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭ দিনের জন্যে বিশেষ তদারকি থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঈদের আগে ও পরের ৩ দিন করে মোট ৭ দিন বিশেষ তদারকি থাকবে।

রোববার (০৯ মার্চ) ঈদযাত্রা নিয়ে সংশ্লিষ্টদের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, ঈদে হাইওয়েতে গাড়ি চলাচলের নিরাপত্তায় ও ডাকাতি কমাতে পুলিশের সংখ্যা বাড়ানো হবে। পাপশাপাশি বাড়তি ভাড়া আদায় বন্ধ, সড়কে চাপ কমাতে ট্রাক-লরির মতো ভারি যান চলাচল সীমিত করা হতে পারে।

আরওপড়ুন<<>>ঈদের আগেই বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

ঈদ উপলক্ষে বাড়তি ট্রেনের ব্যবস্থা থাকবে জানিয়ে ফাওজুল কবির বলেন, ঈদের জন্য ৪৪টি বাড়তি কোচ রাখা হচ্ছে। এছাড়া ঈদযাত্রা ঘিরে থাকবে বাড়তি ১০টি ট্রেন। তবে টিকিট কালোবাজারিদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, মহাসড়কে যানবাহন চলাচলের নিরাপত্তায় নসিমন-করিমন চলাচল করবে না। এছাড়া হেলমেটবিহীন মোটরসাইকেল ব্যবহার করা যাবে না। পদ্মা সেতুতে সর্বোচ্চ গতিসীমা ৮০ করা হয়েছে বলেও জানান তিনি।

ফাওজুল কবির বলেন, মন্ত্রণালয় এবং সড়ক বিভাগ থেকে সরজমিনে বাড়তি ভাড়া নিয়ে তদারকিও করা হবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়