Apan Desh | আপন দেশ

‘আ. লীগের মদদে দেশে সন্ত্রাসীদের দৌরাত্ম্য’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:৫৩, ৯ মার্চ ২০২৫

আপডেট: ২১:৫৭, ৯ মার্চ ২০২৫

‘আ. লীগের মদদে দেশে সন্ত্রাসীদের দৌরাত্ম্য’

ফাইল ছবি

মোহাম্মদপুরে সন্ত্রাসের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগ সমর্থিত সাবেক কাউন্সিলররা। তাদের পৃষ্ঠপোষকতায় কিশোর গ্যাং থেকে শুরু করে অবৈধ আখড়াখানা জেনেভা ক্যাম্প দীর্ঘস্থায়ী হয়েছে। এখন পালিয়ে গিয়েও গড়ে তোলা সন্ত্রাসীদের উসকানি দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তারা।

রোববার (০৯ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) -২ এর সিও খালিদুল হক হাওলাদার।

গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠে রাজধানীর মোহাম্মদপুর। দিনে-রাতে সমানভাবে ঘটে ডাকাতি, ছিনতাই ও খুনের মতো অপরাধ। সে মোহাম্মদপুরের ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। যারা আইনশৃঙ্খলা বাহিনী সেজে দেশের আন্তঃজেলা সড়ক-মহাসড়কে ডাকাতি করেন।

আরও পড়ুন>>>ধর্ষণের বিচার ৯০ দিনের মধ্যে: আইন উপদেষ্টা

এ বিষয়ে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গ্রেফতারদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশি-বিদেশি অস্ত্র। এরা বিভিন্ন পেশায় থেকে টার্গেট খুঁজে ছুটির সময় ডাকাতি করতো। নারী সদস্যও রয়েছে তাদের চক্রে।
  
এ সময় গণমাধ্যমকর্মীরা প্রশ্ন তোলেন মোহাম্মদপুরেই কেন এত অপরাধ, জবাবে র‍্যাব -২ এর সিও খালিদুল হক হাওলাদার বলেন, পতিত রাজনৈতিক দলের কাউন্সিলররা এসব সন্ত্রাসীদের লালল পালন করেছেন। এখনও পালিয়ে থেকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। এতেই লাগামহীন ও বেপরোয়া হয়ে উঠেছে এ সন্ত্রাসীরা।
 
তিনি আরও বলেন, মোহাম্মদপুর কেন্দ্রিক যে কাউন্সিলরা ছিলেন আসিফ ও রাজিব, এদের পৃষ্ঠপোষকতা ও লালন-পালনের কারণে জেনেভা ক্যাম্প একটা মিনি ক্যান্টনমেন্টে রূপ নিয়েছিল। আমরা সে জেনেভা ক্যাম্পকে গুঁড়িয়ে দিয়েছি। এখন জেনেভা ক্যাম্পে কোনো গডফাদার নেই। আগে জেনেভা ক্যাম্পে সাধারণ মানুষ ঢুকতে সাহস পেত না। আমরা সে জেনেভা ক্যাম্প এখন উন্মুক্ত করে দিয়েছি। যে কেউ যেকোনো সময় জেনেভা ক্যাম্পে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে এখনও মাদক আছে। এটা আমাদের অবজারভেশনে আছে। আমরা যেকোনো সময়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।
  
র‌্যাব-২ এর সিও দাবি করেন, গেল মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আর কোনো সন্ত্রাসী শক্তিই অস্থিতিশীলতার সৃষ্টি করে পার পাবে না। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়