
ফাইল ছবি।
ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (০৯ মার্চ) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ দেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। মাগুরার ঘটনায় অভিযুক্ত সবাইকে গ্রেফতার করা হয়েছে। নারীদের প্রতি সহিংসতার সব ঘটনার তালিকা করে দ্রুত তদন্ত শেষে প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
আরওপড়ুন<<>>ধর্ষণের বিচার ৯০ দিনের মধ্যে: আইন উপদেষ্টা
তিনি আরও বলেন, নারীরা যেন নিরাপদে ও নির্ভয়ে চলাফেরা করতে পারেন তা নিশ্চিত করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ধর্ষণ ও নারী নির্যাতন রোধে আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন এ উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম বলেন, রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শতাধিক স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় টহল বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, বিজিবি,পুলিশ ও আনসার সমন্বিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সাধারণ জনগণের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।