
ছবি: আপন দেশ
প্রায় ৭ ঘণ্টা পর বনানীর সড়ক ছেড়েছেন অবরোধকারীরা। এতে সড়কে শুরু হয়েছে যান চলাচল। সোমবার (১০ মার্চ) বেলা দেড়টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে শ্রমিকেরা।
এদিন ভোরে সড়ক দুর্ঘটনায় দুই নারী শ্রমিক নিহতের জেরে সাড়ে ৬টার কিছু সময় পর থেকে সড়ক অবরোধ করে রাখেন নিহতদের সহকর্মীরা।
এদিকে, বনানীতে সড়ক অবরোধের কারণে বনানী, গুলশান, ফার্মগেট, তেজগাঁও, শাহবাগ, কারওয়ান বাজার, মহাখালী, বাড্ডা, রামপুরা, হাতিরঝিল পাশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। আর এ যানজটের প্রভাব পড়ে পুরো রাজধানী জুড়েই।
আরও পড়ুন>>>ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ যাত্রী নিহত
বিমানবন্দর সড়ক বন্ধ করে অবরোধ করায় বনানী-কাকলী ক্রসিং ও মহাখালীর আমতলী ক্রসিং হয়ে গাড়িগুলোকে ঘুরিয়ে দেয় পুলিশ।
ট্রাফিক গুলশান বিভাগ থেকে জানানো হয়, বনানী-কাকলী ক্রসিং ও মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান-২ থেকে গুলশান- ১ হয়ে আমতলী দিয়ে ইনকামিং, ভাইস ভার্সা হয়ে আউটগোয়িংয়ে চলাচল করা যাচ্ছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।