
ছবি: সংগৃহীত
উন্নত চিকিৎসা নিতে প্রথম ধাপে ১৪ বাংলাদেশি রোগী চীনের উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার (১০ মার্চ) দেশটির উদ্দেশে বাংলাদেশিদের এ যাত্রার সূচনা হয়।
এ উপলক্ষে এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার চীনা দূতাবাস। সংবাদ সম্মেলনে ব্রিফ করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন।
তিনি বলেন, চীনে বাংলাদেশি রোগীরা চিকিৎসা নিতে যাচ্ছেন এটা খুবই ভালো উদ্যোগ। এর মধ্যে দিয়ে বাংলাদেশি রোগীরা খুব সহজেই চিকিৎসাসেবা নিতে পারবেন।
পররাষ্ট্র সচিব আরও বলেন, এ বছর বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। এর ফলে দুদেশের মধ্যে সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী চীন। চিকিৎসাসেবা নেয়ার মধ্য দিয়ে চীনের সঙ্গে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বাংলাদশের।
আরওপড়ুন<<>>রাখাল রাহাকে ‘ভণ্ড বুদ্ধিজীবী’ বললেন সারজিস আলম
চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের রোগীদের প্রথম ব্যাচকে চীনে পাঠাতে পেরে আমরা আনন্দিত। আমরা জানি, এসব রোগীরা চিকিৎসার জন্য বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ কারণে বর্তমান সরকারের অনুরোধে সাড়া দিয়ে এমন উদ্যোগ নিয়েছে চীন। এ উদ্যোগের ফলে বাংলাদেশিরা খুব সহজেই চীনে উন্নতমানের চিকিৎসা নিতে পারবেন।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি চীনা রাষ্ট্রদূত ইয়াও ঘোষণা দিয়েছিলেন, দেশটির ইউনান প্রদেশের তিনটি শীর্ষস্থানীয় হাসপাতাল বাংলাদেশি রোগীদের গ্রহণ করার জন্য নির্ধারণ করা হয়েছে।
প্রথম দলে রোগীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্য, চিকিৎসক, ট্যুর অপারেটর এবং সাংবাদিকসহ মোট ৩১ জন রয়েছেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।