
সিইসির সঙ্গে বৈঠক শেষে বিট্রিশ হাইকশিনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য। আর এজন্য যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে দেশটি।
সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশন এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ব্রিটিশ হাইকমিশনার জানান, বৈঠকে আসন্ন নির্বাচন বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। আর তার জন্য যেকোনো সহয়তা দিতে প্রস্তুত তার দেশ।
আরওপড়ুন<<>>চারশ’ কোটি টাকা কমিশন বাণিজ্য, নেতৃত্বে এনসিপি নেতা গাজী তানভীর!
এ সময় প্রধান নির্বাচন কমশিার জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি জানতে এসেছিলেন ব্রিটিশ হাইকমিশনার। বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণে যুক্তরাজ্যের সহয়তার কথা আমাদের জানাতে এসেছিলেন তিনি।
সিইসি আরও জানান, ব্রিটিশ হাইকমিশনার আমরা পর্যবেক্ষক, ভোটার তালিকা, পার্টি রেজিস্ট্রেশন সম্পর্কে জানিয়েছি। এছাড়া জাতীয় নির্বাচনের কেনাকাটার বিষয়েও জানানো হয়েছে। আমরা ডিসেম্বরে নির্বাচন মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের রাজনৈতিক দলগুলোর পোলিং এজেন্টদের ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেয়ার অনুরোধ করেছি তাদের। আমাদের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন তারা।
বৈঠকে সারাহ কুকের সঙ্গে হাইকমিশনের রাজনৈতিক ও শাসন ব্যবস্থা দলের প্রধান টিমোথি ডাকেট উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।